রাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমার নতুন তারিখ নির্ধারণ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পরে ১৭-১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হলেও সে তারিখ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জনবল সংকট ও হল পর্যায়ে নির্বাচনের সার্বিক কার্যক্রমের প্রস্তুতির ঘাটতি থাকায় তারিখ পেছানো হয়েছে। পরবর্তী মনোনয়নপত্র বিতরণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ও ২৩ আগস্ট। আর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।

নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির তারিখ থাকলেও তা পরিবর্তন করে করা হয়েছে ১৭ আগস্ট।

১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ডেট থাকলেও তা পরিবর্তন করে করা হয়েছে ১৯ আগস্ট। ২০-২৩ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ২৪-২৬ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ (প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ) শেষে সেই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

আমার বার্তা/এল/এমই