পিএসসির অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

  জবি প্রতিনিধি:

বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে একীভূত করার ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে বিভাগীয় ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । এসময় শিক্ষার্থীরা “পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না”, “চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এমন বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। 

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, “বাংলা সাহিত্যের আলাদা সত্তা আছে। ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। ভাষাবিজ্ঞানকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হলে আলাদা করে করুন; কিন্তু বাংলা সাহিত্যের সাথে একীভূত করার চেষ্টা করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”

সমাবেশে আরেক শিক্ষার্থী এসএম মুন্না বলেন, “৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম সরকার শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ভাষাবিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই; আপত্তি হচ্ছে বৈষম্যের।”

বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন এবং দ্রুত পিএসসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।


আমার বার্তা/এমই