ডিআইইউ ফার্মা ক্লাব: নেতৃত্ব, দক্ষতা ও পেশাগত প্রস্তুতির এক অনন্য যাত্রা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ
ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধুই একটি ছাত্রসংগঠন নয় বরং একাডেমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে নেতৃত্ব, বাস্তব দক্ষতা ও পেশাগত প্রস্তুতির এক বিস্তৃত প্ল্যাটফর্ম।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্লাবটির কার্যক্রমে এসেছে নতুন মাত্রা। এখন নিয়মিত আয়োজিত হচ্ছে ওয়ার্কশপ, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পাবলিক হেলথ ক্যাম্পেইন। এসব আয়োজন শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখছে না, বরং তাদের পরিচয় করিয়ে দিচ্ছে বাস্তব জীবনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার সঙ্গে।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা জানাচ্ছেন, ফার্মা ক্লাব তাদের আত্মবিশ্বাস, টিমওয়ার্ক ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সরাসরি ভূমিকা রাখছে। এর ফলে তারা একাডেমিক পড়ালেখার পাশাপাশি নিজের ক্যারিয়ার ও সামাজিক দক্ষতা গঠনে এগিয়ে যেতে পারছেন।
ডিআইইউ ফার্মা ক্লাবের প্রচার সম্পাদক সাব্বির হোসেন বলেন,"আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে। আমরা পরিকল্পনামাফিক কার্যক্রম হাতে নিচ্ছি যাতে শিক্ষার্থীদের উন্নয়ন নিশ্চিত হয়।"
সহকারী প্রচার সম্পাদক শুভ বৈদ্য বলেন, "এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব ও দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছে। ইনোভেটিভ প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই যেন তারা ক্যারিয়ার গঠনে বাস্তব সহায়তা পায়।"
ডিজিটাল মাধ্যমেও ক্লাবটি রেখেছে বিশেষ পদচিহ্ন। সহকারী প্রচার সম্পাদক রাসেল আহমেদ রিফাত বলেন, "ডিআইইউ ফার্মা ক্লাবকে আমরা একটি পরিচিত ও পেশাদার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই প্রতিটি কার্যক্রমকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যমান করে তুলছি, যাতে এর প্রভাব আরও বিস্তৃত হয়।"
ভবিষ্যতের দৃষ্টি
ডিআইইউ ফার্মা ক্লাব ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চায়। তাদের পরিকল্পনায় রয়েছে
- গবেষণাভিত্তিক প্রজেক্ট
- ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
- ক্যারিয়ার কাউন্সেলিং সেশন
- জাতীয় পর্যায়ের ফার্মেসি বিষয়ক ইভেন্ট আয়োজন
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, এই ক্লাবটি একটি অনন্য উদাহরণ যেখানে শিক্ষার্থীরা নিজের সীমাবদ্ধতা পেরিয়ে হয়ে উঠছে আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ ফার্মাসিস্ট।
ডিআইইউ ফার্মা ক্লাব আজ শুধু একটি নাম নয়, এটি একটি যাত্রা নেতৃত্ব, সমাজসেবা ও পেশাগত উৎকর্ষের পথে এক উজ্জ্বল আলোকবর্তিকা।
আমার বার্তা/মো. আল শাহারিয়া সুইট/এমই