বাকৃবির উদ্যোগে ময়মনসিংহে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি সম্পন্ন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  বাকৃবি সংবাদদাতা:

ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় দিনব্যাপী "গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার এবং টিকাদান কর্মসূচি-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের যৌথ সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

এই কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান বলেন,"গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবা অভাবের কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ মিলে আজকে আপনাদের দোরগোড়ায় এসেছে।"

তিনি আরও বলেন,"আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি জ্ঞান, সচেতনতা ও আস্থার সেতুবন্ধ গড়তে। আজকে যেসব খামারি ও পশুপ্রেমী ভাই-বোনরা এখানে এসেছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে, আপনারা সচেতন হচ্ছেন, আগ্রহী হচ্ছেন।"


আমার বার্তা/জয় মন্ডল/এমই