ই-পেপার শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিবেদক:
১৯ জুলাই ২০২৫, ১৬:৫৫
আপডেট  : ১৯ জুলাই ২০২৫, ১৬:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুর থেকে সাজিদ আবদুল্লাহ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমবেত হন হাজারো শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মৃত্যুকে রহস্যজনক আখ্যা দিয়ে এর পেছনে প্রশাসনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, আমরা লাশ দেখে প্রশাসনকে জানিয়েছিলাম। আমাদের জনানোর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই লাশ উদ্ধার করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে থানা হওয়ার পরেও পুলিশ আসতে এতো সময় লাগলো কেন? এছাড়া লাশ উঠানোর প্রায় আধা ঘণ্টা পার হলেও সেখানে কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসেনি। পরে আমরা বাধ্য হয়ে ভ্যানে করে তাকে মেডিকেলে নিয়ে যাই। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারা আরও অভিযোগ করেন, লাশ শনাক্তের দুই ঘণ্টার মধ্যেও প্রক্টর, ছাত্র উপদেষ্টা কিংবা হল প্রভোস্টের দেখা মেলেনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো সিসি ক্যামেরা সচল নেই। এখন আমরা দেখতেও পাচ্ছি না, সে কখন কোথায় গিয়েছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন নিরাপত্তার ঘাটতি মোটেও কাম্য নয়। আমরা প্রশাসনকে বার বার বলার পরও তারা বাজেট ঘাটতির কথা বলে সিসি ক্যামেরা লাগাচ্ছে না। তাদের যদি এতই ঘাটতি থাকে তাহলে আমাদের বলুক আমরা নিজেরা চাঁদা তুলে সিসি ক্যামেরা লাগাবো।

এ সময় শিক্ষার্থীরা সাজিদের মৃত্যুর তদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, আবাসিক হলে শিক্ষার্থীদের এন্ট্রি ও এক্সিট শতভাগ মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা, ক্যাম্পাসের চারপাশে পূর্ণাঙ্গ নিরাপত্তাবেষ্টিত বাউন্ডারি ওয়াল নির্মাণ করা, ক্যাম্পাসে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন ও সক্রিয় রাখা ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল শুক্রবার রাতে সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করে ছাত্রশিবির। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসিকতা, পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সাজিদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী ইবি থানা থেকে পুলিশ এসে সাড়ে ৬টার দিকে সাজিদের মরদেহ উদ্ধার করে ক্যাম্পাসের মেডিকেলে নেয়। এ মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো।

আমার বার্তা/এমই

সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর ঘটনা হত্যা দাবি করে সুষ্ঠু তদন্ত ও

বাকৃবি লিও ক্লাবের নেতৃত্বে রাকিব-ইফতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) লিও ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এবার কমিটির সভাপতি

লাশ নিয়ে রাজনীতি চায় না ইবি ছাত্রশিবির, টর্চলাইট মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির।

সাজিদ সাঁতার জানতো, ডুববে কীভাবে?- প্রশ্ন শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ’র মৃত্যুকে ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। ঘটনা উন্মোচনে হল প্রশাসন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বাড়ল কারফিউয়ের সময়

আত্রাই নওদুলী বাজারে দুই ভাই স-মিল এন্ড ফার্নিচার মার্ট মিলে এ আগুন

খুলনায় ‘হাতে বানানো মদ’ বিষাক্ত খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নয়: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

নির্বাচনের তারিখ ছাড়াই পিআর দাবিতে সমাবেশ: সালাহউদ্দিন

যারা ভোট চান না, তাদের রাজনীতি করার দরকার নেই: আমীর খসরু

বাংলাদেশে আসতে ভারতকে চাপ দিচ্ছে পাকিস্তান

২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

পুরানো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না: জামায়াত আমির

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি

মেধার ভিত্তিতে তেলেগুদের চাকরি দেওয়া আহবান

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

বর্ধিত ঢাকা পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪৫ লাখ মানুষ সুপেয় পানির সুবিধা পাবে

আগামীতে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: শফিকুর রহমান

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতা-কর্মীদের

আ.লীগ প্রতিষ্ঠা থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে: গোবিন্দ

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান