ভিসির কার্যালয়ে হট্টগোল, ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে মঙ্গলবার (৪ মার্চ) হট্টগোলের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ মার্চ) সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা করা হয়।
মাইকিং করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার (৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীকে সার্বক্ষণিক নিজের পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘প্রশাসনের মনে হয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে সকল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিং করা হচ্ছে। আমরা বলার পরও কেউ ঢুকলে বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার পদে নিয়োগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুম আলী ও ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ নেতৃত্বাধীন গ্রুপ বিএনপিপন্থী এক কর্মকর্তাকে রেজিস্ট্রার বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে শিক্ষকদের মধ্যে থেকে রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান। এই নিয়েই মূলত হট্টগোলের সৃষ্টি হয়।
আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই