১৭৭ সদস্যের জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ৪০ জনের ছাত্রত্ব নেই
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক, সদস্য সচিবসহ কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা অন্তত ৪০ জনের ছাত্রত্ব নেই বলে জানা গেছে৷
বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে।
আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষ (৩৯তম ব্যাচ) থেকে ২০২৩-২৪ (৫৩তম ব্যাচ) পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সদস্য এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১১৮ জনকে সদস্য করা হয়েছে।
তবে কমিটিতে থাকা যুগ্ম আহ্বায়কদের অন্তত ৪০ জনের বর্তমানে ছাত্রত্ব নেই। তারা বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচ (২০০৯-১০ শিক্ষাবর্ষ), ৪০ ব্যাচ (২০১০-১১ শিক্ষাবর্ষ), ৪১ ব্যাচ (২০১১-১২ শিক্ষাবর্ষ), ৪২ ব্যাচ (২০১২-১৩ শিক্ষাবর্ষ), ৪৩ ব্যাচ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ), ৪৪ ব্যাচ (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), ৪৫ ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। এর মধ্যে আহ্বায়ক জহির উদ্দিন বাবর (৩৯ ব্যাচ), সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক (৪০ ব্যাচ), আফফান আলী (৩৯ ব্যাচ), রাকিবুল ইসলাম শুভ (৪০ ব্যাচ), সেলিম রেজা (৪০ ব্যাচ), এস এম ফয়সাল (৩৯ ব্যাচ), মো. মেহেদী হাসান (৪০ ব্যাচ), মো. রাশিদুল ইসলাম রোমান (৪০ ব্যাচ), হুমায়ুন হাবীব হিরণ (৪০ ব্যাচ), জরজিস মোহাম্মদ ইব্রাহিম (৪১ ব্যাচ), নাইমুল হাসন কৌশিক (৪৩ ব্যাচ)।
এদিকে, দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের পক্ষ থেকে তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব, ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, সবশেষ ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্যের জাবি ছাত্রদলের কমিটি গঠিত হয়। এরপর থেকে জাবিতে আর কোনো কমিটি গঠিত হয়নি। পরে ২০২১ সালের ১৫ অক্টোবর ৫টি কলেজ ও ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবি শাখা ছাত্রদলেরও কমিটিও বিলুপ্ত হয়।
আমার বার্তা/এমই