জবি ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে আসাদুল-রিয়াজুল
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আসাদুল ইসলাম সভাপতি ও রিয়াজুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি-সেক্রেটারির পাশাপাশি কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, নবনিবার্চিত সভাপতি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া সেক্রেটারি রিয়াজুল ইসলাম ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।