বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  সানজিদা লিমু,বাকৃবি :

ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের  '২১ তম ইন্টার্নশিপ এর উদ্বোধনী অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের প্রায় ১৯১ জন শিক্ষার্থী এবারের ইন্টার্নশিপে অংশগ্রহণ করেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, এসকেএফ এর সিনিয়র আঞ্চলিক সেলস ম্যানেজার ড. ইমরাউল কায়েস রুবেল এবং ২১তম ইন্টার্নশিপ সমন্বয়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান উপস্থিত ছিলেন । এছাড়াও অনুষদের অসংখ্য শিক্ষক এবং ইন্টার্নশিপের শিক্ষার্থীবৃন্দদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল এর  সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ইন্টার্নশিপে শুধুমাত্র প্রাণী চিকিৎসা সেবা প্রদানই নয় শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণ করবে কিভাবে খামারিরা পশু পাখি লালন পালন করে এবং গবাদিপশুর স্বাস্থ্যজনিত সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ও অবগত হতে পারবে। সবশেষে বলতে চাই, তোমরা মনেপ্রাণে ভেটেরিনারিয়ান হও এবং প্রানিসেবার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখো।

পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে একটি র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।