কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে যা জানালেন ভিসি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৪:২১ | অনলাইন সংস্করণ

  এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম :

ভিসি ড: জাকির হোসেন

গত জুলাই মাসে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিসি অপসারনের আন্দোলন লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারনের দাবীতে  কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন  অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান ভিসির পদত্যাগের পাশাপাশি তার অধীনে সকল নিয়োগ বাতিলের দাবী জানান আন্দোলন কারীরা। যদিও আগামী ২৫ অক্টোবর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারনের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত দিচ্ছেন অনেকেই।

 তাদের মতে কুড়িগ্রাম বাসীর দীর্ঘদিনের অপেক্ষার ফসল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়টির সদ্য কার্যক্রম শুরুর প্রাক্কালে এরকম দাবী করলে ব্যাহত হতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া। ভেস্তে যেতে পারে কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের আকাঙখিত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম।

এদিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড: জাকির হোসেন জানান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোন স্থায়ী নিয়োগ দেয়া হয়নি।
আমরা  ৭/৮ জন প্রথম থেকেই কাজ করছি ২.৫ বছর ধরে। তারপরও কেনো সবাই নিয়োগ নিয়ে কথা বলছে বুঝি না।আমি ইচ্ছে করলে সব খালি পদেই নিয়োগ দিতে পারতাম অনেক আগেই।আমি সবসময়ই চেয়েছি আগে শিক্ষা ও গবেষণার প্রধান বেসিক কাজগুলো গুছিয়ে নেয়ার জন্য তারপর নিয়োগ। অনেকেই আমাকে চাপাচাপি করেছে নিয়োগ দেয়ার জন্য আমি কারো কথায় আপোষ করিনি। অনেক বিশ্ববিদ্যালয়ের  কিছুই কাজ হয়নি অথচ ৫০/৬০ জন নিয়োগ দিয়ে বসে আছে। কিন্তু আমি এখনো চাই মেধাবী শিক্ষক নিয়োগ হোক নতুন এই বিশ্ববিদ্যালয়ে। সেইজন্য আমি টপ  ৮% প্রভিশন চালু করেছি। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ আমি থাকি বা না থাকি যাতে স্বচ্ছভাবে  কুড়িগ্রাম বাসীর আশা আকাণ্খার প্রতিফলন হয় এবং তারা বিশ্ববিদ্যালয়ের  জন্য নিবেদিতপ্রাণ হয়।

 এছাড়া ইউ জি সি’র পরামর্শ ছিলো ক্লাস শুরু হওয়ার তিন্ মাস আগে নিয়োগ দেয়া। সেটিও আমরা মেনে চলার চেষ্টা করেছি।কিন্তু অনেকেই  নিয়োগের ব্যাপারে গুজব ছড়িয়ে আমার প্রান প্রিয় ছাত্রছাত্রীদের মাঝে ভুল তথ্য দিচ্ছে। এব্যাপারে তিনি সকলের সম্মিলিত সহযোগীতা এবং পরামর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এবং যথাযথ নিয়মে নিয়োগ প্রদানের মাধ্যমে কুড়িগ্রামবাসীর স্বপ্নের কৃষি বিশ্ববিদ্যালটির বাস্তবায়ন এবং পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।