ঢাবি ভিসি মাকসুদ কামালের পদত্যাগ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সবখানেই লেগেছে এর ধাক্কা। এই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে সূত্র নিশ্চিত করেছে।
এর আগে আন্দোলনকারী ও আইনজীবীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পদত্যাগ করতে যাচ্ছেন আরও বেশ কয়েকজন বিচারক। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন।
অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য ছিলেন। গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে তিনি নিয়োগ পান।
এদিকে পদত্যাগ করেছেন রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টরাও।
এর আগে শুক্রবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, সব প্রভোস্টসহ সব সিনেট এবং সিন্ডিকেট সদস্যদের পদত্যাগসহ দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আমার বার্তা/এমই